Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরপুরে দুই প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৮, ৬:০৩ পিএম

মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারসহ নানা অভিযোগে রাজধানীর মিরপুর-১০ নম্বরের আলোক হেলথ কেয়ার ও গ্যালাক্সি হাসপাতালকে সাড়ে ১৮ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চলে।
সারওয়ার আলম জানান, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করে নানা ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা করায় আলোক হাসপাতালকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী ব্যবহার ও ম্যালেরিয়া পরীক্ষা ব্যতীত রক্ত পরিসঞ্চালন করায় গ্যালাক্সি হাসপাতালকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এইসঙ্গে গ্যালাক্সি হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযানে র‌্যাবের কর্মকর্তারা ছাড়াও স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসন অধিদফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ