Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় অপঘাতে ৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ,পাবনা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

পাবনায় গত ৪৮ ঘন্টার ব্যবধানে এক কলেজ ছাত্রীসহ তিনজনের অপমৃত্যু হয়েছে। জেলার চাটমোহর উপজেলার নতুন পাড়া গ্রামে তোফাজ্জল হোসেনের কন্যা চাটমোহর ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্রীসোনিয়া ২ জুলাই সন্ধ্যায় সবার অগোচরে ঘরের ডাবে ওড়না দিয়ে ফাঁস বানিয়ে ঝুলে আত্মহনন করে। একই দিন উপজেলার নিমাইচরা ইউনিয়নের কুমল্লী গ্রামের ৭০ বছর বয়সী বৃদ্ধ শামসুল হককে দুই পুত্র ঝগড়া করে তাকে অনাহারে রাখায় মনের ক্ষোভে কীটনাশক পান করে আত্মহত্যা করে। এদিকে, ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক শ্রমিক গত ২ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বজ্রাঘাতে মৃত্যু বরণ করেন। নিহত শ্রমিক সুমন (২৫) পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের মালঞ্চি গ্রামের বাসিন্দা ছিল। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ফিল্ডে কাজ করার সময় তার উপর বজ্রপাত হলে শরীর ঝলসে যায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ