রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাইবান্ধার সাদুল্যাপু উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাসিন (৭) ও তানভির (৭) নামের জময দুই ভাই-এর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে তিনটা দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর তালুক হরিদাস গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের ফুল বাবুর সন্তান।
নিহতের স্বজনরা জানান, তাসিন ও তানভির নিজ বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল। অসাবধানতায় পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজন প্রথমে তাসিনের লাশ পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে। পারে তানভিরকেও উদ্ধার করে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
খোর্দ্দকোমরপুর ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মৃত্যুও সত্যতা স্বীকার করে বলেন, একই পরিবারের জমজ দুই ভাই-এর মৃত্যুর বিষয়টি মর্মান্তিক ও দুঃখজনক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।