Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরে লুটের ৯ লাখ টাকাসহ আটক ৪

দিনাজপুর অফিস : | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৮, ১২:০১ এএম

 

 দিনাজপুর শহরের মর্ডান মোড় থেকে টাকা লুটের সাথে জড়িত ৪ জনকে ডিবি পুলিশ আটক করে লুটের প্রায় ৯ লাখ টাকা উদ্ধার করেছে। শহরের বিভিন্ন স্থানে জেলা পুলিশের লাগানো সিসি ক্যামেরার ফুটেজ সূত্র ধরে জড়িতদের আটক ও টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। 

পুলিশ জানায়, ঈদের আগে ১৪ জুন জনতা ব্যাংক কর্পোরেট শাখা থেকে বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিকের একাউন্ট থেকে তার প্রতিনিধি শমসের আলী টাকা উত্তোলন করে মোটর সাইকেলের পিছনে রাখেন। ভিড়ের মধ্যে চক্রটি টাকার ব্যাগ নিয়ে চলে যায়।
কোতয়ালী থানায় এ বিষয়ে মামলা করলে; ডিবি পুলিশ তদন্তের দায়িত্ব নিয়ে অপরাধীদের আটক এবং টাকা উদ্ধারে সমর্থ হয়। আটককৃতরা হচ্ছে মোকসেদুল, ছাত্তার, শফিকুল ও আমিনুল। এদের বাড়ি অন্য জেলায় হলেও তারা সকলেই দিনাজপুরে ভাড়া বাড়িতে বসবাস করে আসছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ