Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ধর্ষকের বিচার দাবিতে সুন্দরগঞ্জে সংবাদ সম্মেলন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০৪ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে ধর্ষককে গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে ধর্ষিতার পিতা। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রেস ক্লাব হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানান উপজেলার নিজামখাঁ গ্রামের ধর্ষিতার পিতা দুলা মিয়া। তিনি লিখিত বক্তব্যে জানান তার মেয়ে পুটিমারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। একই গ্রামের আব্দুল গোফ্ফারের ছেলে রবিউল ইসলাম গত ৫ ফেব্রæয়ারি বেলা ৩ ঘটিকার সময় প্রতিবেশি শফিকুল ইসলামের স্ত্রী চম্পা আক্তারের সহযোগিতায় সু-কৌশলে তার মেয়েকে তাদের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এতে ধর্ষিতার শারীরিক পরিবর্তন ঘটতে থাকলে ঘটনাটি ফাঁস হয়ে যায়। দুলা মিয়া বিষয়টি রবিউলের পিতা গোফফ্ার মিয়ার নিকট জানালে তিনি বিয়ের প্রতিশ্রæতি দিয়ে টালবাহনা করতে থাকেন এবং তার ছেলেকে বিদেশে পাঠানোর জন্য পায়তারা করে আসছেন। বাধ্য হয়ে গত ১৪ জুন সুন্দরগঞ্জ থানায় রবিউল ও চম্পা আক্তারকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। সংবাদ সম্মেলনে দুলা মিয়া আরো জানান, আসামীদের পুলিশ গ্রেফতার না করায় তারা মামলা তুলে নেয়ার জন্য চাপ সৃষ্টিসহ জীবন নাশের হুমকি দিয়ে আসছেন। এ ব্যাপারে মামলার আইও এসআই ইজার আলীর সঙ্গে কথা বললে তিনি জানান, আসামীরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তবে আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিচার দাবিতে

২২ জানুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ