Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোবিন্দগঞ্জে ব্যবসায়ী হত্যাকান্ড খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ বাজারে নিজ দোকানে নৃশংসভাবে খুন হওয়া জুতা ব্যবসায়ী দেবেশ প্রামাণিক হত্যার বিচার দাবিতে গতকাল সোমবার মহিমাগঞ্জ বাজারে একটি বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মহিমাগঞ্জ রেলস্টেশন থেকে শহীদ ফজলুল করিম সড়ক হয়ে এক কিলোমিটার দীর্ঘ এবং প্রায় দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে ব্যবসায়ী ছাড়াও সকল পেশার দুই সহ¯্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। মহিমাগঞ্জ বণিক সমিতির আহ্বানে এখানকার ব্যবসায়ীরা গতকাল সোমবার সকাল থেকেই তাদের সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ও কালো ব্যাজ ধারণ করে মানববন্ধনে যোগ দেন। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত মানববন্ধন চলাকালে মহিমাগঞ্জ একটি বিক্ষোভের জনপদে পরিণত হয়। এ সময় আগামী এক মাসের মধ্যে দেবেশ হত্যার প্রকৃত রহস্য উন্মোচনসহ খুনিদের গ্রেফতারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, বণিক সমিতির সভাপতি আবু রায়হান চৌধুরী, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফকির, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্যপরিষদ নেতা এ্যাড. গণেশ চন্দ্র সেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী রেজওয়ানুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, মহিমাগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জিয়াউল হক, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, চালকল মালিক সমিতির সম্পাদক রেজাউল করিম ও মহিমাগঞ্জ মহাবিদ্যালয়ের প্রভাষক নূরুল ইসলাম সরকার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোবিন্দগঞ্জে ব্যবসায়ী হত্যাকান্ড খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ