রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা
দৈনিক আমার কাগজ ও দৈনিক আজকের প্রভাতের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আবুল কাসেমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন শেষে কালেক্টরেট প্রাঙ্গণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে জেলা প্রশাসক মো.আজিমুদ্দিন বিশ্বাস এর মাধ্যমে আইনমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জ কালেক্টরেট প্রাঙ্গণে জাতীয় সাংবাদিক সংস্থা ও যোদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটি কিশোরগঞ্জ এর যৌথ আয়োজনে এ কর্মসূচির আয়োজন করে। উল্লেখ্য, গত ২০ জুন রাতে সদর উপজেলার কাশুরারচর গ্রামে নিজ বাড়ির কাছে যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটি কিশোরগঞ্জ এর সাংগঠনিক সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের যুগ্ম সম্পাদক, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক, ভোরের আলো সাহিত্য আসরের সদস্য সাংবাদিক আবুল কাসেমকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এলাকার অনৈতিক কর্মকা- এবং জঙ্গিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক কাসেমের ওপর হামলা করা হয়েছে বলে তার পরিবার ও সংস্থার নেতারা অভিযোগ করেছেন। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় কাশেমের ভাই আল আমিন বাদি হয়ে মামলা দায়ের করলে জাহাঙ্গীর, খায়রুল, হিমু, সাগর ও সেলিনা নামের ৫ জন আসামি জামিনে মুক্ত হয়ে মামলার বাদি ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।