Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা :খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে নাটোরের বনপাড়ায় মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে বনপাড়া বাইপাস মোড়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদ বনপাড়া শাখার ব্যানারে বিভিন্ন সংগঠনের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে অন্যদেও মধ্যে বক্তব্য রাখেন খ্রিস্টান অপরেটিভ ইউনিয়নের ভাইস চেয়ারম্যান বেনেডিক্টস গোমেজ ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহা। এসময় বক্তারা বলেন, সুনীল গোমেজ হত্যার সাত দিন পেরিয়ে গেলেও মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এখন পর্যন্ত হত্যাকারীদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে খ্রিস্টান স¤প্রদায়ের সবার মনে আতঙ্ক বিরাজ করছে। ভয়ে তারা তাদের চলাফেরাও নিয়ন্ত্রিত করে ফেলেছে। তারা দ্রæত হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নেত্রকোনায় গ্রেফতার ১৩
সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সাঁড়াশি অভিযানের ৩য় দিনে নেত্রকোনা জেলা পুলিশ জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ জন জামায়াত-শিবির ও বিএনপি নেতা-কর্মীকে আটক করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুলিশ বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে চালিয়ে কেন্দুয়া উপজেলা থেকে বিএনপির ৩ জন, নেত্রকোনা সদর উপজেলা থেকে বিএনপির ২ জন, মদন উপজেলা থেকে জামায়াতের ২ জন, পূর্বধলা উপজেলা থেকে জামায়াতের ২ জন, কলমাকান্দা উপজেলা থেকে জামায়াতের ১ জন, দুর্গাপুর উপজেলা থেকে জামায়াতের ১ জন, আটপাড়া উপজেলা থেকে ১ জন, ও বারহাট্টা উপজেলা থেকে জামায়াতের ১ জনসহ ১৩ জন জামায়াত শিবির ও বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ