Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাইম জুলাই সংখ্যার প্রচ্ছদের ছবি...

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৮, ৯:৫৬ পিএম

ইনকিলাব ডেস্ক : একটি শিশু ভীত সন্ত্রস্ত হয়ে তাকিয়ে আছে ব্যক্তিটির দিকে। শিশুটি কাঁদছে। সামনে দাঁড়ানো ব্যক্তিটি অনেক লম্বা। তাঁর ক্ষমতাও অনেক। স্যুট পরা ভদ্রলোকটির নাম ডোনাল্ড ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এমনই একটি ছবির পাশে লেখা ‘ওয়েলকাম টু আমেরিকা’। বিশ্বের প্রখ্যাত ও প্রভাবশালী ম্যাগাজিন ‘টাইম’ নিজেদের প্রচ্ছদ এভাবেই করেছে। আগামী জুলাই সংখ্যার প্রচ্ছদে এই ছবি দেখা যাবে। যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক পরিবারগুলোর বিরুদ্ধে মামলা করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। অনুপ্রবেশের অভিযোগে আটক শিশুদের তাদের বাবা ও মায়ের কাছ থেকে আলাদা করে আশ্রয় কেন্দ্রে রাখার উদ্যোগ নেয় দেশটির প্রশাসন। আর বাবা ও মায়েদের কারাগারে পাঠানোর কথা বলা হয়। আলাদা করা শিশুদের কান্নাসহ বিভিন্ন হৃদয়বিদারক ছবি প্রকাশ হতে থাকে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর পরই তীব্র সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। ঠিক এ আবহটাই নিজেদের প্রচ্ছদে নিয়ে আসে টাইম। ছবিটি সম্পাদনা করা। সীমান্তে কান্নারত একটি শিশুর ছবি ট্রাম্পের ছবির সামনে রেখে মেলানো হয়। প্রচ্ছদটি কীভাবে হলো তা নিজেদের অনলাইন সংস্করণে জানিয়েছে টাইম। শিশুর ছবিটি তুলেছেন পুলিৎজার পুরস্কারজয়ী ফটো সাংবাদিক জন মুর। তিনি কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের ছবি তুলছেন। চলতি সপ্তাহে একটি ছবি পুরো বিতর্কটি উসকে দেয়। ছবিটিতে দেখা যায়, ছোট একটি মেয়ে কাঁদছে। তার গায়ে লাল জামা। পাশে একটি গাড়ির চাকা দেখা যাচ্ছে। আর দুজন মানুষের পা দেখা যাচ্ছে। জন মুর জানান, শিশুটির মাকে নিয়ে গেছে পুলিশ। এরপর থেকেই ও কাঁদছে, মাকে খুঁজছে। জন মুর জানান, শিশুটির বয়স মাত্র দুই বছর। ও হন্ডুরাসের বাসিন্দা। শিশুটির বাবা ও মাকে নিয়ে যায় পুলিশ। শিশুটির কান্নার ছবি তোলার কথা বলতে গিয়ে মুর বলেন, ‘আমার জন্য খুব কঠিন সময় ছিল সেটা।’ টাইম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাইম

১৫ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ