Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গরুর ফসল খাওয়াকে কেন্দ্র করে আহত কৃষকের মৃত্যু

সরিষাবাড়ি (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুন, ২০১৮, ৬:৪৭ পিএম

সরিষাবাড়ি উপজেলার ভাটারার সংলগ্ন সর্দার বাড়ীতে গতকাল সকাল সাড়ে ১১টায় গরুয়ে খেত খাওয়াকে কেন্দ্র করে আঃ হালিম (৪৫) নামে এক চাষি নিহত হওয়ার ঘটনা ঘটে। সরিষাবাড়ি উপজেলা হাসপাতাল ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ঐ সর্দার বাড়ী গ্রামে নিহত আঃ হালিমের একটি বাছুর গরু পার্শ্ববর্তী বাড়ীর সাগর মন্ডলের খেতে শস্য খেতে যায়। এই শস্য কাওয়াকে কেন্দ্র সাগর মন্ডলের তিন ছেলে নজরুল ও মিজানুরদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি ও পরে লাঠি মারামারি হলে আঃ হালিম গুরুতর জখম হয়ে সরিষাবাড়ি হাসপাতালে ভর্তি হয়। সরিষাবাড়ি হাসপাতালে কর্তব্যরত ডাক্তার সোহানুর রহমান জানান, ভর্তিকৃত রোগী আঃ হালিমের অবস্থা বেশী ভাল না বিধায় বৃহস্পতিবার রাতেই তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু রোগী পক্ষের লোকজন সকালে ময়মনসিংহ নেবার সিদ্ধান্ত নিলে শুক্রবার বেলা ১১টায় হাসপাতালেই তার মৃত্যু হয়। সরিষাবাড়ি থানার সেকেন্ড ইন কমান্ড এস আই জাহাঙ্গীর হোসেন বলেন, আমি হাসপাতালে গিয়ে নিহত আঃ হালিমের কর্তৃপক্ষের সাথে কথা বলে ঐ একই কথা জানতে পেরেছি। পুলিশ লাশ উদ্ধার করে সরিষাবাড়ি থানায় নিয়ে আসে এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ সরিষাবাড়ি থানায় অবস্থান করছিল।
অভিযুক্ত সাগর মন্ডলের পক্ষ থেকে জানা যায়, ঘটনা ততটুকুই সঠিক, কিন্তু নিহতের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ