Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ট্রোকে আক্রান্ত হয়ে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ওসির মৃত্যু

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুন, ২০১৮, ১:৩১ পিএম

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি.....রাজেউন)।

বুধবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর জেলা বাসস্ট্যান্ড এলাকায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

রিয়াজুল ইসলাম ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার হাটফাজিলপুর গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে।

পাটকেলঘাটা থানার ইন্সপেক্টর (তদন্ত) উজ্জল মৈত্র জানান, ঈদের ছুটি শেষে কর্মস্থল পাটকেলঘাটায় ফেরার পথে ফরিদপুর বাসস্ট্যান্ডে বাসে ওঠার সময় স্ট্রোকে আক্রান্ত হন তিনি। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ওসি রিয়াজুল ইসলাম স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে পাটকেলঘাটাসহ সাতক্ষীরা জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি গত ১৯ এপ্রিল পাটকেলঘাটা থানায় যোগদান করেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ