Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

টুঙ্গিপাড়ায় অগ্নিকান্ড

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৮, ১২:০০ এএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজারে আগুনে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। গত রোববার বিকাল সাড়ে ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাট ঘটে। টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম এ খবর নিশ্চিত করে জানান, খবর পেয়ে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ও জেলা সদরের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষক্ষতির পরিমান এখনো নিরুপন করা হয়নি বলে জানান ওই কর্মকর্তা। আগুনে ইসমাইল খানের মুদি ও লেপ-তোষকের দোকান, বিকাশ সাহার হোটেল, কবির শেখর তুলার দোকান, মোজাহিদ কাজীর মুদি দোকান এবং তুহীন শেখের ওয়ার্কসপ পুড়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টুঙ্গিপাড়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ