Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টসের মশাল টুঙ্গিপাড়ায়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’- এই শ্লোগানকে সামনে রেখেই শুরু হচ্ছে এবারের বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পস। তাই তো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এ আসরের মশাল প্রজ্জ্বল করা হল গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালঞ্জের টুঙ্গিপাড়ায়। এদিন বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মশাল প্রজ্জ্বলন করেন টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, গোপালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসক, জাতীয় ক্রীড়া পরিষদ, বিকেএসপির প্রতিনিধিগণ, পৃষ্ঠপোষক, সংশ্লিষ্ট ফেডারেশন এবং পরিচালনাকারী কর্মকর্তারা উপস্থিতি ছিলেন। মশাল প্রজ্জ্বলন করে জাহিদ আহসান রাসেল বলেন, ‘জাতির পিতার সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও প্রতিযোগিতার মশাল প্রজ্বলন করতে পেরে আমরা আবেগাপ্লুত, অভিভূত। আমরা জাতির পিতার স্মৃতি বিজড়িত বাঙালির তীর্থ ভূমি টুঙ্গিপাড়াকে বেছে নিয়েছি মশাল প্রজ্বলনের জন্য। কারণ আমাদের তরুণ প্রজন্মের মন ও মননের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনকে প্রোথিত করার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ গড়তে চাই আমরা।’ পরে প্রতিযোগিতার ড্র ও ফিকশ্চার প্রনয়ন করা হয়। আগামী মাসে দেশের ১২৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ১২টি ডিসিপ্লিনে নারী ও পুরুষ দুই বিভাগে সাত হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টসের মশাল টুঙ্গিপাড়ায়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ