Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক পথে টুঙ্গিপাড়ায় প্রেসিডেন্ট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ সড়কপথে পদ্মা সেতু পাড়ি দিয়ে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গিয়েছেন। প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবদীন জানান, সেসময় প্রেসিডেন্ট সাথে প্রেসিডেন্টের পারিবারিক সদস্য ও প্রেসিডেন্টের কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ ছিলেন।
বঙ্গভবন থেকে মোটর শোভাযাত্রা সহকারে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে বেলা পৌনে দুইটায় প্রেসিডেন্ট যাত্রা করেন।
টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপ্রধান জাতির পিতার সমাধি সৌধে উপস্থিত হবার পর প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মতর্কাবৃন্দ।
প্রেসিডেন্ট হামিদ সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশগ্রহণ করেন। মোনাজাত শেষে মহামান্য প্রেসিডেন্ট পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
পরে প্রেসিডেন্ট মোটর শোভাযাত্রা সহকারে জাতির পিতার সমাধি সৌধস্থল টুঙ্গিপাড়া থেকে কালনা সেতু এলাকা পরিদর্শন করেন। সেখান থেকে মাদারীপুর জেলার শিবচরে মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত এবং মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ও মসজিদ পরিদর্শন করেন। এরপর গতকাল সন্ধ্যায় শোভাযাত্রা সহকারে ঢাকা ফেরেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টুঙ্গিপাড়ায় প্রেসিডেন্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ