গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর সবুজবাগে চোরের ছুরিকাঘাতে রাহাত মিয়া (২৬) নামের এক যুককের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ছুরিকাঘাতে আহত হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রাহাত। তিনি সবুজবাগ মাদারটেক চৌরাস্তা এলাকার বাবুল মিয়ার একমাত্র সন্তান।
সবুজবাগ থানা পুলিশ জানায়, মাদারটেক নতুন রাস্তা এলাকার একটি বাড়িতে চোর প্রবেশ করলে বাসার লোকজন টের পেয়ে ধাওয়া করে। পালিয়ে যাওয়ার সময় রাস্তায় রাহাত সামনে পড়লে তার পেটে ছুরিকাঘাত করে চোরটি। গুরুতর আহত অবস্থায় রাহাতকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।