পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
শুক্রবার ইসরাইলি সেনাবাহিনীর হামলায় একজন ফিলিস্তিনি নার্স নিহত হয়েছেন। সেসময় তিনি গাজা সীমান্তে আহত বিক্ষোভকারীদের চিকিৎসা দিচ্ছিলেন। নিহত নার্সের নাম রাজান আশরাফ আল নাজার। ফিলিস্তিনের সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, ২১ বছর বয়সী নিহত নাজার স্বেচ্ছাসেবী ছিলেন। ঘটনাস্থলটি দক্ষিণ গাজার খান ইউনেস এলাকায় অবস্থিত। বার্তাসংস্থা রয়টার্স লিখেছে, ৩০ মার্চ থেকে শুরু হওয়া ফিলিস্তিনি বিক্ষোভে নিহতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১১৯ জনে। বিক্ষোভ চলার সময় আহত একজনকে চিকিৎসা দিতে তিনি ইসরাইল সীমান্তের কাছে ছুটে যান। সেখানেই ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে তিনি নিহত হন। ওয়াফা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।