Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুয়ায় হেরে স্ত্রীকে তুলে দিল বিজয়ীর হাতে...

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

ভারতের উড়িষ্যা রাজ্যে স্ত্রীকে বাজি রেখে বন্ধুর সঙ্গে জুয়া খেলতে নেমেছিলেন এক যুবক। জুয়ায় হেরে খেলার শর্ত হিসাবে স্ত্রীকে তুলে দেন বিজয়ী ব্যক্তির হাতে। পরে পরাজিত স্বামীর সামনেই বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করেন জুয়ায় জিতা ওই যুবক। স্থানীয় থানা ধর্ষিতার অভিযোগ নিতে অস্বীকার করায় জেলার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করায় গত সপ্তাহের এ ঘটনাটি স¤প্রতি জানাজানি হয়। এসপির কাছে অভিযোগ করার পরই ধর্ষিতার স্বামী এবং ধর্ষণে অভিযুক্ত- দু’জনই পালিয়েছে। পুলিশ বলছে, বালেশ্বর জেলার বাসিন্দা ওই নারী তাদের কাছে অভিযোগ জানিয়েছেন- তার স্বামী জুয়া খেলায় হেরে গিয়ে তাকে তুলে দিয়েছিল জুয়াতে জয়ী ব্যক্তির কাছে। গ্রামের বাইরে নিয়ে গিয়ে সেই ব্যক্তি ধর্ষণও করে ওই নারীকে। নির্যাতিতা আরও বলেন, স্বামীর বন্ধু হিসাবে তিনি ভাই বলে সম্বোধন করেন ওই যুবককে। কিন্তু স্বামীর সামনেই ওই ব্যক্তি তার হাত ধরে টানছিল। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হেরে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ