Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জম্মু ও কাশ্মীরিদের সহায়তা করে যাবে পাকিস্তান: হাই অ্যালার্ট জারি কাশ্মীরে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০১৮, ১২:০০ এএম

আগামী দু’একদিনের মধ্যে ভারতীয় নিরাপত্তা বাহিনীর উপর জঙ্গি হামলা হতে পারে। এ আশঙ্কায় কড়া সতর্কতা জারি করা হয়েছে জম্মু ও কাশ্মীরে। সীমান্ত দিয়ে জঙ্গিরা ঢুকেছে বলে দেশটির গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানোর পরই এ সতর্কতা জারি করা হয়েছে। সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী জম্মু-কাশ্মীর, দিল্লিসহ একাধিক রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। কোথাও সন্দেহভাজন কেউ লুকিয়ে আছে কি না তা জানতে হোটেল ও গেস্ট হাউজে চালানো হচ্ছে বিশেষ তল্লাশি। জম্মু ও কাশ্মীরের প্রতিটি এন্ট্রি পয়েন্টেও তল্লাশি জোরদার করা হয়েছে। রমজান উপলক্ষে এখন জম্মু ও কাশ্মীরে জঙ্গি বিরোধী অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। অপর দিকে, ভারত-পাকিস্তান সীমান্তে লাইন অব কন্ট্রোলে ঘন ঘন যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ভারতকে দোষারোপ করেছে পাকিস্তান। একই সাথে পাকিস্তান অব্যাহতভাবে কাশ্মিরিদের সহায়তা করে যাবে বলেও উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররম দ্স্তগীর খানের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পূর্বাঞ্চলীয় প্রতিবেশী রাষ্ট্রকে (ভারত) নেতিবাচক দৃষ্টিভঙ্গি ত্যাগ করতে হবে। পাশাপাশি, তাদের শর্তবিহীন সংলাপের যৌক্তিকতাও স্বীকার করতে হবে। বৃহস্পতিবার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের পাঁচ বছরের মূল্যায়ন প্রতিবেদনের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। খুররম দ্স্তগীর আরও বলেন, পাকিস্তান সব সময়ই সকল ফোরাম ও প্ল্যাটফর্মের মিটিংয়ে কাশ্মির ইস্যুকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে-বিশেষ করে জাতিসংঘের সাধারণ পরিষদে। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।



 

Show all comments
  • nazrul islam ৫ জুন, ২০১৮, ৫:০১ এএম says : 0
    আমার মনে হয়, পাকভারত উবয় মিলে আলাপ আলোচনার মাধ্যমে কাশমির নামে নতুন একটি স্বাধীন রাষ্ট বানালে ভালো হয় ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জম্মু ও কাশ্মীর

১৮ অক্টোবর, ২০২১
১১ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ