মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অধিকৃত কাশ্মীরে ভারতীয় বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। উপত্যকার পুঞ্চ জেলায় এই অভিযান পরিচালনা করা হচ্ছে। সোমবার থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে ইতোমধ্যেই কয়েকজন জওয়ানের মৃত্যু হয়েছে। প্রথমে পাঁচ এবং পরে আরও দুই জওয়ানের মৃত্যুর খবর দিয়েছে ভারতীয় বাহিনী। শুক্রবার বিক্রম সিংহ নেগি ও যোগাম্বর সিংহ নামে দুই জওয়ানের মৃত্যুর খবর জানানো হয়। আগের বৃহস্পতিবার জানানো হয়েছিল, জঙ্গলের মধ্যে কাশ্মীরের স্বাধীনতার দাবিতে লড়াইরত বিদ্রোহীদের সাথে গোলাগুলির সময় দুই জওয়ান আহত হয়েছে। এখনও পর্যন্ত তারা নিখোঁজ। সেনাবাহিনীর তরফে শুক্রবার দুই জওয়ানের মৃত্যুর খবর প্রকাশ করা হলেও আহত দুই জনের বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি। সামরিক বাহিনীর একজন কর্মকর্তা বলেন, ‘নিখোঁজ জওয়ানদের খোঁজ পেতে ইতোমধ্যে তল্লাশি শুরু হয়েছে। সন্ধান পেলেই এই বিষয়ে খবর দেওয়া হবে।’ শনিবার থেকে আহত দুই জওয়ানের সন্ধানে নতুন করে চিরুনি তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী। তবে মেন্ধার সাব ডিভিশন এলাকার জঙ্গলে এখনও বিদ্রোহীরা লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছে ভারতীয় সেনারা। তাই খুব সাবধানে পা ফেলতে হচ্ছে তাদের। এদিকে ভারতের বিরুদ্ধে গত সপ্তাহে কাশ্মীরে অন্তত ১০ জন নিরীহ মানুষকে হত্যা এবং সহস্রাধিক মানুষকে আটকের অভিযোগ করেছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আছিম ইফতিখার আহমেদ দাবি করেন, নিহতদের লাশ এমনকি পরিবারের সদস্যদের কাছেও হস্তান্তর করা হয়নি। কাশ্মীরের মানুষের মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক স¤প্রদায়কে উদ্যোগী হওয়ার আহবান জানান তিনি। অপরদিকে, জনসাধারণের নিরাপত্তার অজুহাতে জম্মু ও কাশ্মীরে বেড়েছে নির্যাতন। গ্রেপ্তার করা হচ্ছে শত শত যুবককে। আর এতে বেড়েছে যোদ্ধাদের প্রতিরোধ। গত সোমবার থেকে পুঞ্চ জেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সাথে বিচ্ছিন্নতাবাদীদের গোলাগুলি চলছে, এতে এ পর্যন্ত নয় ভারতীয় সৈন্য নিহত হয়েছে। শনিবার এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলেছে, পুঞ্চের মেনডার এলাকার নার খাস বনের ঘন জঙ্গল আচ্ছাদিত একটি স্থানে তল্লাশি অভিযান চালানোর সময় সুবেদার অজয় সিং ও নায়েক হারেন্দ্র সিং নিহত হন। সন্ত্রাসীরা আত্মগোপনে রয়েছেন সন্দেহে ওই এলাকার ভারী বনাঞ্চলে দেশটির সামরিক বাহিনী বড় ধরনের চিরুনি অভিযান শুরু করে। ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা বলেছেন, বৃহস্পতিবার সামরিক বাহিনীর সদস্যরা আক্রান্ত হওয়ার পর থেকে ওই জেসিওর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জনসাধারণের নিরাপত্তা বিবেচনা পুঞ্চ-জম্মু মহাসড়ক বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বন্ধ রয়েছে। এবিপি, আনাদোলু এজেন্সি, এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।