Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জম্মু ও কাশ্মীরে পর্দার আড়াল থেকে অন্য কেউ সহিংসতা ছড়াচ্ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৯, ২:২৩ পিএম

জম্মু ও কাশ্মীরে অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে। অন্য কেউ পর্দার আড়ালে থেকে সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে বলে উল্লেখ করেছেন ভারতের সেনা প্রধান বিপিন রাওয়াত।
জেনারেল রাওয়াত বলেন, কেন্দ্র ওই রাজ্যের বিশেষ মর্যাদাকে বাতিল করার পর থেকেই সন্ত্রাসবাদীরা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বলে গোয়েন্দাদের হাতে তথ্য এসেছে। ধীরে ধীরে উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠছে। কিন্তু পর্দার আড়াল থেকে অন্য কেউ সন্ত্রাসবাদী এবং বিভিন্ন গোষ্ঠীগুলোকে সহিংসতা ছড়ানোর জন্য মদত দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, কখনো পাকিস্তানের অভ্যন্তর থেকে আবার কখনো পাক অধিকৃত কাশ্মীরের বাইরে থেকে এমন প্রচেষ্টা চালানো হচ্ছে। তারা জম্মু-কাশ্মীরের শান্ত পরিবেশকে ব্যাহত করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, বিশেষ মর্যাদা বাতিলের পর আমরা বারবার এ ধরনের তথ্য পাচ্ছি যে, সীমান্ত পেরিয়ে সন্ত্রাসীরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে।
সন্ত্রাসীদের অনুপ্রবেশ করানোর জন্যই রোববার পাক সেনাবাহিনী ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গুলি চালিয়েছে বলেও অভিযোগ তোলেন জেনারেল রাওয়াত। এরপরেই ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অবস্থিত তিনটি সন্ত্রাসী শিবির ধ্বংস করে দেয়। সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে ৬ থেকে ১০ জন পাক সেনা এবং আরও বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে।



 

Show all comments
  • ash ২১ অক্টোবর, ২০১৯, ৪:২৯ পিএম says : 0
    WHY NOT ??? JUST WAIT & SEE ! BECAUSE OF KASHMIR INDIA WILL BE AT LEAST 100 PIECES !THATS FOR SURE
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ