মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিদেশীদেরকে স্থায়ী আবাসিক গড়ার অনুমোদন দেয়ার ক্ষেত্রে অনেকটা অগ্রসর হয়েছে কাতার। দেশটির আইন প্রণেতাদের সিনিয়র একটি পরিষদ এ বিষয়ক খসড়া আইন অনুমোদন করেছে। উপসাগরীয় অঞ্চলে চলমান সঙ্কটের মধ্যে এই প্রথম এমন ঘোষণা দেয়া হলো। এই প্রস্তাবটি এখন মন্ত্রিপরিষদে উঠবে। সেখান থেকে পাঠানো হবে কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে। তিনি অনুমোদন দিলেই এটি আইনে পরিণত হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। রাষ্ট্রীয় প্রচার মাধ্যম থেকে বলা হয়েছে, সোমবার বিদেশীদের স্থায়ী আবাসিক অনুমোদন দেয়ার আইনের পক্ষে সম্মত হয়েছে দেশটির শূরা কাউন্সিল। এর ফলে যেসব বিদেশী কাতারে মূল্যবান অবদান রাখছেন তাদেরকে আবাসিক অনুমোদন দেয়ার কথা বলা হয়েছে। আবার কাতারি নারীদের মেয়েদেরকে যেসব বিদেশী বিয়ে করেছেন তারাও এ সুবিধার আওতায় আসবেন। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।