মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : কাতারের সাবেক আমির শেখ খলিফা বিন হামাদ আল-থানির মৃত্যুর শোক জানাতে গত সোমবার সউদি আরবে দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান কাতার সফরে যান। দেশটির রাজধানী দোহায় বাদশাহ সালমান বর্তমান আমিরের কাছে শোক প্রকাশ করেন। কাতারের বর্তমান আমির তামিম বিন হামাদ আল থানি এবং শেখ হামাদ বিন খলিফা আল থানি বাদশা সালমানকে অভ্যর্থনা জানান। সউদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, সউদির বাদশাহ সালমানের সঙ্গে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও আমলারা ছিলেন। প্রসঙ্গত, গত রোববার কাতারের রাজসভা দেশটির সাবেক আমির শেখ খলিফা বিন হামাদ আল থানি (৮৪) মৃত্যুর সংবাদ ঘোষণা করে। শোক জানিয়ে গত সোমবার রাতেই সউদি বাদশাহ সালমান রিয়াদে ফেরেন। সূত্র : আরব নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।