Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সিরাজগঞ্জে বাসচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মে, ২০১৮, ২:৪৭ পিএম
সিরাজগঞ্জে বাসচাপায় আহত মিজানুর রহমান নামে পুলিশের এক নায়েক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
 
আজ বুধবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নায়েক মিজানুর রহমান পাবনার চাটমোহর উপজেলার বাসিন্দা। তিনি সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।
 
এর আগে, গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
বঙ্গবন্ধু সেতু থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান, মঙ্গলবার রাতে পুলিশের গাড়িতে টহল ডিউটিতে ছিলেন মিজান। এসময় কোনাবাড়ি এলাকায় লালমনিরহাটগামী সাহান পরিবহনের একটি যাত্রীবাহী বাস
টহল গাড়িটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন মিজানুর রহমান। তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতাল পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। রাতেই চালকসহ বাসটি আটক করা হয়েছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ