Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জীবনযাত্রা বদলে দেবে ওএলএমটি : শরীফ

পাকিস্তানে প্রথম মেট্রোরেলের পরীক্ষামূলক উদ্বোধন

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীন-পাকিস্তান ইকোনমিক করিডোরের (সিপিইসি) আওতায় নির্মিত প্রথম মেট্রোরেলের পরীক্ষাম‚লক উদ্বোধন করেছে পাকিস্তান। বুধবার (১৬ মে) পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের দেরা গুজরান থেকে লক্ষ্মীবাচক পর্যন্ত অংশ উদ্বোধন করা হয়। লাইনের মোট দৈর্ঘ্য ২৭.১ কিলোমিটার, কিন্তু চালু হওয়া অংশটি ১২ কিলোমিটার। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফের দফতর থেকে দেয়া এক বিবৃতিতে এই অরেঞ্জলাইন মেট্রোট্রেন (ওএলএমটি) উদ্বোধনের কথা ঘোষণা করা হয়। এতে বলা হয়, ওএলএমটি হলো পাকিস্তানের প্রথম মাস রেপিড ট্রানজিট ট্রেন। এটা পাঞ্জাব ও লাহোরবাসীর জন্য একটি সত্যিকারের গেম চেঞ্জার। এই ট্রেন জনগণকে আরামদায়ক, নিরাপদ ও সাশ্রয়ী যাত্রা সুবিধা দেবে। পরীক্ষাম‚লক অবস্থায় বিনাম‚ল্যে যাত্রী পরিবহন করা হচ্ছে। উদ্বোধনের পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ট্রেনযাত্রায় শামিল হন। এসময় তার সঙ্গে লাহোরে নিযুক্ত চীনের কনসাল জেনারেল ও অন্যান্য সিনিয়র সরকারি কর্মকর্তারা ছিলেন। শরীফ বলেন, ওএলএমটি প্রকল্প জনগণের জীবনযাত্রা বদলে দেবে। এই ট্রেন হবে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের ভাব বিনিময়ের স্থান, যা সামাজিক বিচারে সমতা ও মালিকানার অনুভুতি তৈরি করবে। পাঁচটি করে বগির মোট ২৭ সেট ট্রেন সিপিইসি’র এই প্রকল্পে চলাচল করবে। লাহোরের প্রচÐ গরমের দিনে এই ট্রেন হবে বেশ আরামদায়ক। এতে রয়েছে এনার্জি সেভিং এয়ার কন্ডিশনিং সিস্টেম। তবে কর্মকর্তারা জানিয়েছেন যে এলাকার অস্থিতিশীল বিদ্যুৎ পরিস্থিতি ট্রেনটির জন্য সমস্যা করতে পারে। ট্রেনের তাপ-প্রতিরোধক বগিগুলো এর টেকসই অবস্থা বাড়বে বলেও তারা জানান। সিপিইসি’র অধীনে যে তিনটি রেল লাইন নির্মাণের প্রস্তাব করা হয়েছে ওএলএমটি তার প্রথম। তিনটি লাইনে প্রতিদিন পাঁচ লাখ লোক যাতায়াত করবে বলে কর্তৃপক্ষের আশা। ও সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জীবনযাত্রা

৩০ মে, ২০২০
২৪ জানুয়ারি, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ