ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, বিগত নির্বাচনগুলোর মত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনেও সীমাহীন ভোট ডাকাতি, জালভোট প্রদান ও কেন্দ্র দখলের মত ঘটনা ঘটিয়ে নির্বাচনের নামে সরকার জাতির সাথে আবারো তামাশা করেছে। তিনি বলেন, খুলনা সিটি নির্বাচন নিয়ে জাতি আশা করেছিল সরকার একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচন উপহার দিয়ে জাতিকে অচলাবস্থা থেকে বের করে আনবে। কিন্তু যা ঘটলো তাতে রাজনৈতিক সহিংসতা বাড়বে ছাড়া কমবে না। তিনি বলেন, ইসলামী আন্দোলনের এজেন্টসহ বিরোধী দলের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে নির্বাচনের মাজা ভেঙ্গে দেওয়া হয়েছে। নির্বাচনের আগের রাত থেকে সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক ছড়ানোর জন্য সর্বত্র বহিরাগত ও দলীয় ক্যাডাররা মহড়া দিতে থাকে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তরায়।
পীল সাহেব বলেন. যারা এভাবে ভোট ডাকাতি করে, তারাই জনগণের সম্পদক ডাকাতি করে। স্বাধীনতার পর থেকে বর্তমান পর্যন্ত এসবই দেখেছে দেশবাসি।