মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গাজা সীমান্তে ফিলিস্তিনিদের বিক্ষোভকারীদের ওপর ইসরাইলি বাহিনীর রক্তক্ষয়ী সহিসংতা ও হত্যাযজ্ঞের ঘটনা নিয়ে ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস ও জর্ডানের বাদশা আবদুল্লাহর সঙ্গে সোমবার টেলিফোনে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলা এবং জেরুজালেমে মার্কিন দূতাবাসের স্থানান্তর সম্পর্কে তিন নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে এলিসি প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে। টেলিফোনে ম্যাখোঁ মার্কিন দূতাবাস স্থানান্তরে তার বিরোধিতার কথা পুর্নব্যক্ত করেন এবং ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরাইলি সশস্ত্র বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ ও সংঘর্ষের নিন্দা জানান। তিনি একই সঙ্গে এই অঞ্চলের উত্তেজনা প্রশমনের জন্য সকল দলকে সংযমের আহ্বান জানান। ম্যাখোঁ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পরিকল্পনা রয়েছে বলেও বিবৃতিতে বলা হয়। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।