Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

হৃদরোগে ডিআইজি সোহরাবের মৃত্যু

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. সোহরাব হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শনিবার সকালে ঢাকার রমনা কমপ্লেক্সের সরকারি কোয়ার্টারে তিনি অসুস্থ হয়ে পড়লে পাশের মনোয়ারা হাসপাতালে নেয়া হয় তাকে। পরে হাসপাতালে চিকিৎসকরা দেখে তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ডিআইজি সোহরাবের বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। লালমনিরহাট জেলার সদর থানার কিং বিদ্যাবাগিস গ্রামের বাসিন্দা সোহরাব বিসিএস পুলিশ ক্যাডারে ১৯৮৬ সালে এএসপি হিসেবে যোগদান করেন। চাকরিকালে তিনি পুলিশ সুপার হিসেবে শরীয়তপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, নড়াইল, রাজবাড়ী জেলায় এবং ডিআইজি হিসেবে রেলওয়ে রেঞ্জ, খুলনা রেঞ্জ, সিআইডি, পুলিশ একাডেমি সারদা এবং পুলিশ কমিশনার হিসেবে রাজশাহীতে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ট্যুরিস্ট পুলিশের প্রধান (ডিআইজি) হিসেবে কর্মরত ছিলেন। ডিআইজি সোহরাবের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। গতকাল বাদ আছর রাজারবাগ পুলিশ লাইন্স মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্টিত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তার দু’সন্তান দেশের বাইরে রয়েছেন। তারা আসলে দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ