Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন আধিপত্য নস্যাতে সম্মিলিত প্রচেষ্টার আহবান

এরদোগানের সাথে ফোনালাপে হাসান রুহানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০১৮, ১২:০০ এএম

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি মার্কিন আধিপত্য নস্যাতের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার আহŸান জানিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগানের সঙ্গে বৃহস্পতিবার এক ফোনালাপে রুহানি এ আহŸান জানান। ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মার্কিনিদের জানা উচিত- আন্তর্জাতিক চুক্তি থেকে তারা কোনো মূল্য না দিয়ে নিরাপদে বের হয়ে যেতে পারে না। এরদোগান বলেন, ট্রাম্পের এই ভুল পদক্ষেপের কারণে স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্র ক্ষতির মুখে পড়বে। তিনিও ইরান-তুরস্ক সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং মার্কিন হস্তক্ষেপকামী পদক্ষেপের মুখে দু’দেশের অর্থনীতিকে রক্ষার কথা বলেন। রুহানি আরো বলেন, ইরান আশা করে, পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্র যে একতরফা সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব নেতারা তার নিন্দা করবেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পর এখন নিশ্চিত করা দরকার যে, এ সমঝোতার পূর্ণ সুবিধা তেহরান পাবে। এজন্য পরমাণু সমঝোতায় সই করা অন্য পাঁচটি দেশের উচিত স্বচ্ছতার সঙ্গে ঘোষণা করা যে, যুক্তরাষ্ট্রের অবর্তমানে তারা কীভাবে এ সমঝোতা নিয়ে এগিয়ে যাবে। তিনি আরো বলেন, ইরানি জাতির ওপর নতুন করে যেকোনো নিষেধাজ্ঞা আরোপ করার অর্থ হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদন হওয়া ২২৩১ নম্বর প্রস্তাবের সরাসরি লঙ্ঘন। ইরানের প্রেসিডেন্ট বলেন, কোনো দেশের ওপর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আইন চাপানোর সুযোগ দেয়া উচিত নয়। আন্তর্জাতিক অঙ্গনে যেকোনো বেআইনি পদক্ষেপের বিরুদ্ধে ইরান ও তুরস্ক সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি তেহরান ও আংকারার মধ্যকার সম্পর্ক আরো গভীর করার আহŸান জানান প্রেসিডেন্ট রুহানি। পার্স টুডে।



 

Show all comments
  • সুফিয়ান ১২ মে, ২০১৮, ২:৪৫ এএম says : 0
    আগে মুসলিম বিশ্বকে এক করতে হবে।
    Total Reply(0) Reply
  • রমিজ উদ্দিন ১২ মে, ২০১৮, ৩:২৪ পিএম says : 0
    এই দুইজনের নেতৃত্বে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সামনে দিতে এগিয়ে যেতে হবে। এতে করে ফিলিস্তিন, মায়ানমারসহ সারা বিশ্বের নির্যাতিত মুসলমানরা হয়তো মুক্তি পাবে
    Total Reply(0) Reply
  • ১৩ মে, ২০১৮, ১২:০৭ এএম says : 0
    এই দুইজনের নেতৃত্বে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সামনে দিতে এগিয়ে যেতে হবে। এতে করে ফিলিস্তিন, মায়ানমারসহ সারা বিশ্বের নির্যাতিত মুসলমানরা হয়তো মুক্তি পাবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ