Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানকে ধৈর্য ধারণের পরামর্শ ত্রিশক্তির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০১৮, ৮:৫৩ পিএম

যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ায় ইরানকে সংযত থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। একইসঙ্গে ইরান চুক্তি মেনে চললে ইরানের পাশে থাকবেন বলেও এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের এমন ঘোষণার পর ইরানকে সংযত থাকতে উৎসাহী করব আমরা। ইরান অবশ্যই চুক্তিতে উল্লেখিত শর্তগুলো মেনে চলা অব্যাহত রাখবে। নিয়ম মেনে সময় মতো সর্বোচ্চ সহযোগিতা করবে। ইরান চুক্তি মেনে চললে আমরা ইরানের পাশে থাকব।’ এদিকে ইরান শর্ত মেনে চললে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছ থেকেও সাহায্য অব্যাহত থাকবে বলে ইইউয়ের ভাইস প্রেসিডেন্ট ফেদেরিকা মগেরিনি এক বিবৃতিতে জানিয়েছেন। ইরান চুক্তিকে ইতিহাসের সবচেয়ে বড় কূটনৈতিক সফলতাগুলোর একটি উল্লেখ করে তিনি বলেন, ‘কাউকে এই চুক্তি ভাঙতে দেবেন না। এযাবৎকালের কূটনৈতিক সফলতাগুলোর মধ্যে এটি অন্যতম।’ স্থানীয় সময় মঙ্গলবার ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ অর্থনৈতিক অবরোধের ঘোষণাও দিয়েছেন তিনি। হোয়াইট হাউসের ডিপ্লোমেটিক কক্ষে চুক্তি বাতিলের ঘোষণা দেন ট্রাম্প। তবে ইসরাইল ও সউদীআরব ট্রাম্পের চুক্তি বাতিলের ঘোষণাকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে। এর আগে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির করা পরমাণু চুক্তি থেকে যেকোনো সময় যুক্তরাষ্ট্র বেরিয়ে যেতে পারে বলে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বাজে চুক্তি। ২০১৬ সালে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তিনি ক্ষমতায় গেলে তার পূর্বসূরি বারাক ওবামার করা এই চুক্তি বাতিল করবেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পরপরই সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে একটি সামরিক স্থাপনায় বিমান চালিয়েছে ইসরাইল। এসময় কিসওয়াহ এলাকায় ইসরাইলের দুটি মিসাইল সিরিয়া ভূপাতিত করেছে বলে দাবি করেছে সিরিয়া। এ ঘটনায় আসাদ সমর্থক নয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থা। তবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইল। রয়টার্স, বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ