মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আন্তর্জাতিক পরমাণু চুক্তি ও জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘনের অভিযোগে ইরানের বিরুদ্ধে কঠোরতম অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ইউরোপে মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত ভাঙন দেখা দিতে পারে। শুধু তাই নয়, উপসাগরীয় অঞ্চলে নতুন করে সঙ্কট দেখা দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প বলেছেন- ২০১৫ সালে অন্যান্য বৃহৎ শক্তিগুলোর সঙ্গে মিলে করা চুক্তি থেকে তারা বেরিয়ে এসেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে কোনো দেশ সহায়তা করলে তাদের ওপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ২০১৫ সালে জয়েন্ট কমপ্রেহেনশিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামে এ চুক্তিটি সই হয়েছিল। এতে ইরানের বিপরীতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানি ছিল। চুক্তিতে পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে ছাড় পায় ইরান। এতে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে একযুগের অচলাবস্থার অবসান ঘটেছিল। প্রায় দুই বছর নিবিড় আলোচনার পর ভিয়েনায় ওই চুক্তিটি সই হয়েছিল। গার্ডিয়ান অনলাইন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।