Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাঙ্গালুরুকে হারিয়ে চারে কোলকাতা

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঝড়ো বাতাস আর ভারী বৃষ্টি মাঝপথে কিছুটা বিরক্ত করার চেষ্টা করলেও পেরে ওঠেনি, ঠিকই আলোর মুখ দেখেছে আইপিএলে ব্যাঙ্গালুরু-কোলতাকার ম্যাচটি। কোন বধা ছাড়াই ৬ উইকেটের জয় তুলে নিয়েছে কোলকাতা।
গতকাল রাতে ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বিরাট কোহলির অধিনায়কোচিত ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৭৫ু রান তোলে ৪ উইকেট হারানো স্বাগতিকরা। ৪৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬৮ রানের ঝলমলে ইনিংস খেলেন ব্যাঙ্গালুরু দলপতি। তবে শুরুর ভিতটা শক্ত-পোক্ত করে যান দুই ওপেনার ডি কক (২৯) ও ম্যাককালামর (৩৮) জুটির ৬৭ রান। পরে মানদ্বীপকে নিয়ে ৬৫ ও গ্যান্ডহোমকে নিয়ে ৩৫ রানের জুটিতে চ্যালেঞ্জিং স্কোর গড়েন কোহলি।
জবাবে শুরু থেকেই জয়ের ছক কষে এগুতে থাকে কেকেআর। ১০ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ৭৪। ক্রিস লিন নিজের ফিফটি তুলে নিলেও ২৭ রানে ফিরে যান বিদ্ধংসী হয়ে ওঠা সুনিল নারিন। ২১ বলে ৩৬ রানের ইনিংস খেলে রানের গতি বাড়িয়ে ফেরেন রবিন উথাপ্পা। সেখান থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অধিনায়ক দিনেশ কার্তিকের ঝড়ো ব্যাটিংয়ে (১০ বলে ২৩) ৫ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়েন ক্রিস (৬২*)।
এই নিয়ে ৮ ম্যাচ খেলা কেকেআরের অবস্থান চারে। ঝুলিতে ৪ হার ৪ জয়ে ৮ পয়েন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোলকাতা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ