গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজশাহী ব্যুরো : রাজশাহী-কলকাতা রুটে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় দেশ ট্রাভেলসের একটি বিলাসবহুল বাস কলকাতার উদ্দেশ্যে রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল ছেড়ে যায়। বাসটি নাটোর, যশোর ও বেনাপোল হয়ে কলকাতা পৌঁছানোর কথা রয়েছে। সকালে রাজশাহী সড়ক ও পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মুনজুর রহমান পিটার বাস সার্ভিসের উদ্বোধন করেন। দেশ ট্রাভেলসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় পরিবহন নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
আজ শুক্রবার থেকে প্রতিদিন সকাল সোয়া সাতটায় রাজশাহী থেকে বাসটি ছেড়ে যাবে। কুষ্টিয়া, যশোর, বেনাপোল হয়ে কলকাতায় গিয়ে পৌঁছাবে বিকেল সাড়ে তিনটায়। আর কলকাতা থেকে রাজশাহীর উদ্দেশ্যে বাসটি ছাড়বে প্রতিদিন বেলা ১১টায়। শীতাতপ নিয়ন্ত্রিত এ সার্ভিসে কলকাতা যেতে যাত্রী প্রতি ভাড়া পড়বে এক হাজার ৮শ’ টাকা। ইমিগ্রেশনের জন্য আলাদা অর্থের প্রয়োজন হবে না। দেশ ট্রাভেলসের (রাজশাহী) ম্যানেজার বলেন, প্রথম পর্যায়ে প্রতিদিন একটি করে বাস আসা-যাওয়া করবে। তবে পর্যায়ক্রমে রাজশাহী-কলকাতা রুটে প্রতিদিন তিনটি বাস সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এক হাজার ৮শ’ টাকার একটি প্যাকেজ শুকনো খাবার সরবরাহ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।