Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১ সেপ্টেম্বর থেকে কোলকাতায় শুরু হচ্ছে বাংলাদেশ বইমেলা

প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ১ সেপ্টেম্বর থেকে কোলকাতায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ বইমেলা’। দশ দিনব্যাপী এ বইমেলা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অঙ্গপ্রতিষ্ঠান জাতীয় গ্রন্থকেন্দ্র ও রফতানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় এবং কোলকাতাস্থ বাংলাদেশ উপদূতাবাসের ব্যবস্থাপনায় এ বইমেলার আয়োজন করছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। গত ২৯ আগস্ট সচিবালয়স্থ তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ বইমেলার তথ্য-উপাত্ত, লক্ষ্য, উদ্দেশ্যসহ যাবতীয় বিষয়াদি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মো. আক্তারুজ্জামান, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গণি ও সহসভাপতি মাজহারুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন। সংস্কৃতি সচিব বলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় একটি জ্ঞানভিত্তিক, মানবিক, রুচিশীল, সংস্কৃতিমনা অসাম্প্রদায়িক দেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। দেশব্যাপী ও দেশের বাইরে বইমেলা আয়োজন এবং সরকারি ও বেসরকারি লাইব্রেরিকে পৃষ্ঠপোষকতা প্রদান-এর মধ্যে অন্যতম। তিনি বলেন, কোলকাতায় বাংলাদেশ বইমেলা আয়োজনের মাধ্যমে ভারতের জনগণের কাছে এদেশের সমৃদ্ধ সাহিত্যভাÐার ও লেখকদের ব্যাপকভাবে তুলে দেয়া সম্ভব হবে। এ প্রক্রিয়ায় একদিকে যেমন আমাদের প্রকাশনা শিল্পের প্রসার ঘটবে অন্যদিকে দু’দেশের বন্ধুত্বের বন্ধন আরো শক্তিশালী হবে। আক্তারী মমতাজ বলেন, দেশের সাহিত্যকে বহির্বিশ্বের কাছে পৌঁছে দিতে অনুবাদের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে এবং বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানকে প্রণোদনা দিচ্ছে। কোলকাতা ছাড়াও ফ্রাঙ্কফুট ও লন্ডন বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে তিনি আগামীতে আরো বেশি আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণের ব্যাপারে আশা ব্যক্ত করেন। গত পাঁচ বছর ধরে কোলকাতায় বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রথম তিন বছর এ মেলাটি অনুষ্ঠিত হয় গণকেন্দ্র শিল্প সংগ্রহশালায়। গত দুই বছর এটি রবীন্দ্র সদনের উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ধারাবাহিকভাবে এবছরও বইমেলা এ উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ১ সেপ্টেম্বর বিকেল ৫টায় ‘বাংলাদেশ বইমেলা কোলকাতা-২০১৬’ এর উদ্বোধন করবেন এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। প্রধান অতিথি হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী ড. পার্থ চট্টোপাধ্যায় ও অতিথি হিসেবে বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক শঙ্খ ঘোষ উপস্থিত থাকবেন। এবারের মেলায় পাঁচটি সেমিনার অনুষ্ঠিত হবে। মেলায় বাংলাদেশের মোট ৫০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। শনি ও রবিবারের সময়সূচি হবে বিকেল ৩টা থেকে রাত ৮টা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১ সেপ্টেম্বর থেকে কোলকাতায় শুরু হচ্ছে বাংলাদেশ বইমেলা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ