Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৫০ টাকা কেজি দরে গরুর গোশত বিক্রি

কলারোয়া (সাতক্ষীর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

কলারোয়া সীমান্তে ফেরি করে ২৫০ টাকা কেজি দরে রুগ্ন ও মরণাপন্ন ভারতীয় গরুর গোশত বিক্রি হচ্ছে। নিরীহ জনসাধারণ কম দামের এই গোশত খেয়ে পেটের পীড়াসহ নানা দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। সীমান্ত সূত্র জানায়, এক দল ভারতীয় চোরাচালানী পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন রোগাক্রান্ত, দুঘটনায় ও বয়সের ভারে মৃত্যু মুখী গরু কিনে সীমান্তে নিয়ে আসে। এছাড়া ভারতের উত্তর ও মধ্যে প্রদেশ থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা পথিমধ্যে নানা রোগে অচল হয়ে পড়া গরু তারা ক্রয় করে। রোগাক্রান্ত, বৃদ্ধ, অচল গরুগুলো গভীর রাতে সীমান্তবর্তী ভারতীয় গ্রামে জবাই করা হয়। এরপর ভোর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’কে ম্যানেজ করে এই গোশত বাংলাদেশে পাচার করে আনা হচ্ছে। পলিথিনে প্যাকেট করে দড়ি বেধে পানির তলদেশ দিয়ে এই গোশত সীমান্তের এপাড়ে আনা হয়। সীমান্তের চোরাচালানের গডফাদার একজন ইউপি মেম্বার ভারতীয় বিএসএফ ও বাংলাদেশের বিজিবি’র সংঙ্গে চুক্তির টাকা লেনদেনের কাজ সম্পন্ন করে থাকে বলে সূত্র জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গরুর গোশত

৫ এপ্রিল, ২০২২
২১ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ