রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পুঠিয়ার বানেশ্বরে কসাইখানায় অসুস্থ ও গাভীন গরু-ছাগল জবাই করে বিক্রির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এ ধরনের অনৈতিক কাজ করে আসছে বানেশ্বর হাটের কাসাইয়েরা। এমন অভিযোগ করেছেন এলাকাবাসী।
জানা যায়, পুঠিয়া উপজেলার বানেশ্বর, ঝলমলিয়া হাটসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে প্রতিদিন গোশত বিক্রির জন্য গরু-ছাগল জবাই করা হয়। এসব গরু-ছাগল জবাইয়ের আগে পশুর স্বাস্থ্য পরীক্ষার নিয়ম থাকলেও তা মানা হয় না। এ সুযোগে কতিপয় অসাধু কসাই বেশি মুনাফার অশায় অসুস্থ ও গাভীন গরু-ছাগল কম দামে কিনে গোশত বিক্রি করছে। গত শনিবার উপজেলার বানেশ্বরহাটে একটি গাভীন গরু জবাই করে তার গোশত বিক্রি করা হয়। পর দিন রোববার সন্ধ্যায় বানেশ্বর হাটের কসাইখানা পেছনে প্রকাশ্যে একটি মৃত বাছুর দেখতে পায় এলাকাবাসী। পরে তা মুহূর্তের মধ্যে এলাকার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে এলাকাবাসীর দীর্ঘদিন অভিযোগের সত্যতার প্রকাশ পায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।