Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকাপ শেষ চেম্বারলেইনের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

আঘাতের ধরণ দেখেই বোঝা গিয়েছিল বড় দুঃসংবাদ অপেক্ষা করছে অ্যালেক্স অক্সালেট-চেম্বারলেইনের জন্য। হলোও তাই। হাঁটুর লিগামেন্টে গুরুতর আঘাত পেয়েছেন ইংলিশ মিডফিল্ডার। ফলে আসন্ন রাশিয়া বিশ্বকাপে খেলা হচ্ছে না চেম্বারলেইনের।
এএস রোমার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আনফিল্ডে লিভারপুলের হয়ে ম্যাচে খেলতে গিয়ে তিনি ইনজুরিতে পড়েন। ২৪ বছর বয়সী চেম্বারলেইন রোমা ফুলব্যাক আলেক্সন্দার কোলারোভের সাথে ধাক্কা লেগে প্রথমার্ধেই মাঠ ত্যাগ করেন স্ট্রেচারে শুয়ে। ম্যাচটিতে লিভারপুল ৫-২ গোলে জয়ী হয়।
প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাবটির পক্ষ থেকে এ সম্পর্কে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মঙ্গলবার রোমার বিপক্ষে ম্যাচে হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে আক্রান্ত হওয়ায় অ্যালেক্স অক্সালেট-চেম্বারলেইনের ২০১৭-১৮ মৌসুমে ক্লাব ও দেশের হয়ে খেলার শেষ হয়ে গেছে। তার ইনজুরির মাত্রা এতটাই গুরুতর যে লিভারপুলের হয়ে মৌসুমের বাকি সময় ও রাশিয়া বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে তার আর খেলা হচ্ছে না।’
বেচারির ভাগ্যটা মন্দ বলতেই হয়। এই নিয়ে তৃতীয়বারের মত বড় কোন আসরে হাঁটুর সমস্যার কারণে খেলতে ব্যর্থ হলেন চেম্বারলেইন। ২০১৪ সালের বিশ্বকাপের আগে অনুশীলন ম্যাচে হাঁটুর ইনজুরির কারণে এই মিডফিল্ডার চূড়ান্ত পর্বে খেলতে পারেননি। একই কারণে ২০১৬ ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপেও দলের বাইরে ছিলেন। চলতি মৌসুমের শুরুতে আর্সেনাল ছেড়ে তিনি লিভারপুলে পাড়ি জমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ