Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রানা প্লাজার শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৮, ১১:০৩ এএম

সাভারে ধসে পড়া রানা প্লাজার পাঁচ বছর পূর্ণ হলো আজ মঙ্গলবার। এ উপলক্ষে সকালে বিভিন্ন সংগঠন ও শহীদদের স্বজনরা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

সকালে নিহত শ্রমিকদের স্মরণে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান।
এসময় নিহত ও আহত শ্রমিক পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তারা রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবি জানান।

এছাড়া সাভার প্রবাসী শ্রমজীবী ফ্রন্ট (পার্বত্য চট্টগ্রাম) রানা প্লাজার সামনে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

নিহত ও আহত শ্রমিক পরিবারের সদস্যরাও শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে রানা প্লাজার পাঁচ বছর পূর্তি উপলক্ষে নিহত ও আহত শ্রমিকদের স্মরণে সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের আজকের এই দিনে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় রানা প্লাজা ধসে পড়ে। এসময় এক হাজারের বেশি শ্রমিক নিহত হয় ও আহত হয় কয়েক হাজার শ্রমিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ