Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমি কারো পক্ষে কথা বলছি না-সোহেল রানা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৯ এএম

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের অস্থির পরিবেশ বিরাজমান। এ নিয়ে মুখ খুলেছেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক সোহেল রানা। তিনি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হয়ে বলেন, যা হচ্ছে, তা কোনোভাবেই কাম্য নয়। এটা একটা বিভেদের বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটা ফুলকে পায়ে গুড়িয়ে নষ্ট করে দেয়া হলে যেরকম অবস্থা হয়, ঠিক তেমনিভাবে চলচ্চিত্র অঙ্গনটাকে একটা খারাপ পর্যায়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, আমার দু-একটা কথা শুনে অনেকে ভুল বুঝে বলছেন, আমি অমুককে সমর্থন করছি। আসলে আমার এখন আর সমর্থন করার বয়স নেই। যারা আছে, সবাই আমার স্নেহভাজন। আমি চলচ্চিত্র ছেড়ে দিয়েছি সাত-আট বছর হলো। ওরা যদি মনে করে, আমি কোনো প্যানেলের পক্ষে কথা বলছি সেটা ভুল ধারণা। আমি কারো পক্ষে কথা বলছি না। তবে যা হচ্ছে, সেগুলোর মধ্যে যে অসঙ্গতি দেখেছি, তা নিয়ে কথা বলেছি। তাদের রেষারেষির কারণে আমরা হাসির পাত্র হচ্ছি। এই বিষয়গুলো খুব কষ্ট দিচ্ছে। আমি সবাইকে বলবো, আল্লাহর ওয়াস্তে যেটা সত্যি, সেটা মেনে নাও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোহেল রানা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ