মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মালিতে ফরাসি ও জাতিসংঘের সৈন্যদের ওপর রকেট ও গাড়ি বোমা হামলায় এক শান্তিরক্ষী নিহত ও বহু লোক আহত হয়েছেন। হামলাকারী জঙ্গিরা জাতিসংঘ বাহিনীর বৈশিষ্ট্যসূচক নীল হেলমেট ও জাতিসংঘের লোগো যুক্ত গাড়ি চালিয়ে এসে টিম্বুকটুর বিমানবন্দরের নিকটবর্তী দুটি ঘাঁটিতে হামলা চালায় বলে জানিয়েছে বিবিসি। এসব হামলায় তাদের এক শান্তিরক্ষী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মালির জাতিসংঘ মিশন। মালি সরকারের দেওয়া তথ্যানুযায়ী, হামলায় অনেক ফরাসি সেনাসহ বহু রক্ষী আহত হয়েছেন। এক বিবৃতিতে দেশটির নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, ‘নীল হেলমেট পরা’ জঙ্গিরা বহু রকেট নিক্ষেপ করেছে। তাদের আনা দুটি গাড়ি বিস্ফোরকে ভরা ছিল। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।