Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কয়েক সহস্র নারী উদ্ধার মালিতে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

নাইজেরিয়ার পাচার বিরোধী একটি সংস্থা জানিয়েছে, তারা মালির দক্ষিণাঞ্চল থেকে কয়েক হাজার নারী এবং শিশুকে উদ্ধার করেছে। এদের মধ্যে অনেককেই যৌন দাসী হিসেবে বিক্রি করে দেয়া হয়েছিল। ন্যাপটিপ নামের একটি সংস্থা জানিয়েছে, মালিতে ২০ থেকে ৪৫ হাজারের মতো নাইজেরিয়ান নারী রয়েছে যাদের তারা নাইজেরিয়ায় ফিরিয়ে আনতে ইচ্ছুক। ন্যাপটিপের পরিচালক জেনারেল জুলি ওকাহ দোনলি বলেন, নাইজেরিয়ার ছয়টি রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে এসব নারীকে অপহরণ করা হয়েছে। জুলি ওকাহ আল-জাজিরাকে বলেন, হোটেলে বা অন্য কোথাও ভালো চাকরি দেয়ার কথা বলে এসব নারীদের ধোঁকা দিয়ে নাইজেরিয়া থেকে মালিতে নিয়ে যাওয়া হয়েছে। আবার কিছু মেয়েদের স্কুলে যাওয়ার সময় অপরহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। মালিতে ১০ লাখের মতো নাইজেরিয়ার বাসিন্দা রয়েছে। এদের মধ্যে ২০ হাজারের মতো পতিতাবৃত্তিতে বাধ্য হচ্ছেন। তাদের গভীর বনের মধ্যে এমনভাবে রাখা হয়েছে যেন তারা পালাতে না পারে। একই সঙ্গে সর্বক্ষণই তাদের নজরদারির ওপর রাখা হয়। এটা সত্যিই খুব ভয়াবহ পরিস্থিতি। এর আগে ২০১৪ সালে নাইজেরিয়ার চিবুক শহর থেকে ২৭৬ জনের বেশি স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায় জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী উদ্ধার মালিতে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ