Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালিতে সামরিক ঘাঁটিতে হামলায় ১৭ সেনা নিহত

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মালির একটি সামরিক ঘাঁটিতে একদল বন্দুকধারীর হামলায় অন্তত ১৭ সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। দেশটির মধ্যাঞ্চলীয় শহর নামপালার ওই সামরিক ঘাঁটিটি দখল করে এর একটি অংশে আগুন ধরিয়ে দেয় ভারি অস্ত্রে সজ্জিত হামলাকারীরা। গত মঙ্গলবার সকালে চালানো এ হামলায় আরো অন্তত ৩৫ সেনা আহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছে। খবরে বলা হয়, পৃথক দুটি সশস্ত্র গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। হামলার ঘটনা জানার পর মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইটা নিরাপত্তাবিষয়ক জরুরি বৈঠক ডেকেছেন। বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর কমান্ডারদের উপস্থিত থাকতে বলা হয়েছে। সামরিক ঘাঁটিতে হামলায় কতজন বন্দুকধারী ছিল তা জানা যায়নি। উল্লেখ্য, মালিতে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে, এদের মধ্যে সহিংস জাতিগত গোষ্ঠীর পাশাপাশি বেশ কয়েকটি উগ্রপন্থী গোষ্ঠীও রয়েছে। সম্প্রতি গঠিত একটি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করে বলেছে, ফুলানি নৃগোষ্ঠীর ওপর মালির সেনাবাহিনীর হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে এ হামলা চালানো হয়েছে। কিন্তু একইসঙ্গে জঙ্গিগোষ্ঠী আনসার দ্বিনিও হামলার দায় স্বীকার করেছে। গত বছর রাজধানী বামাকোর একটি হোটেল চালানো প্রাণঘাতী হামলার দায়ও তিনটি আলাদা জঙ্গিগোষ্ঠী দায় স্বীকার করেছিল। ২০১২ সালে জঙ্গিগোষ্ঠীগুলো মালির উত্তরাঞ্চল দখল করে নিয়েছিল। এদের কারো কারো সঙ্গে আল কায়েদারও যোগাযোগ ছিল। খবরে বলা হয়, মালি সরকারের অনুরোধে সাড়া দিয়ে ২০১৩ সাল থেকে দেশটিতে অবস্থান নেয়া ফরাসি সামরিক বাহিনী অভিযান চালিয়ে জঙ্গিগোষ্ঠীগুলোকে হটিয়ে দেয়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালিতে সামরিক ঘাঁটিতে হামলায় ১৭ সেনা নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ