পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর এক সৈনিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপির) গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইএমই অপারেশনাল কার্যক্রমে নিয়োজিত থাকাবস্থায় সৈনিক মো. আবুল বাশার (২৯) গত ১৩ অক্টোবর মারা যান।
বাশারের লাশ ২২ অক্টোবর দেশে আনা হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ অক্টোবর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে সামরিক হেলিকপ্টারে করে তার লাশ গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস থানার পুরাকান্দি গ্রামে পাঠানো হয়। জানাজায় মরহুমের আত্মীয়-স্বজনের পাশাপাশি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও সকল পদবীর সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। গ্রামের বাড়িতে সেনাবাহিনীর কুমিল্লা অঞ্চল ও ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পূর্ণ সামরিক মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়। এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে বিদায়ী সালাম প্রদান করেন। তার অকাল মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনী গভীর শোক প্রকাশসহ তার পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।