চরিত্র মানুষের শ্রেষ্ঠতম অলঙ্কার
সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত- মানবজাতি। এ শ্রেষ্ঠত্ব মানুষ তার চরিত্র দিয়ে অর্জন করে নেয়।
প্র:- ইমামের সালাম ফিরানোর আগেই (তাশাহ্হুদ-পরিমাণ বসার পর) মাসবূক যদি দাঁড়িয়ে যায় এরপর দেখে যে, সিজদায়ে তিলাওয়াত বা সিজদায়ে সলবী (নামাযের বাদ পড়ে যাওয়া কোন দ্বিতীয় সিজদাহ) ইমামের দায়িত্বে রয়েছে তাহলে সে কী করবে?
উ:- সে যদি ইতিমধ্যে তার নামাযের কোন সিজদাহ না করে থাকে, তাহলে ফিরে এসে ইমামের সংগে সাহু সিজদায় শামিল হবে। আর যদি নিজের নামাযের কোন সিজদাহ আদায় করে ফেলে থাকে তাহলে ফিরে আসুক আর না আসুক তার নামায ফাসিদ হয়ে যাবে। পুনরায় আদায় করতে হবে। (আলমগীরী)
প্র:- মাসবূক যদি ভুলবশতঃ ইমামের সাথে বা তার আগে সালাম ফিরিয়ে ফেলে তাহলে কী হবে?
উ:- খেয়াল হওয়ার সংগে সংগে নিজের অবশিষ্ট নামায আদায়ের জন্যে দাঁড়িয়ে যেতে হবে। মাঝখানে কোন কথা বা কাজ না হয়ে থাকলে।
প্র:- ইমামের সালাম ফিরানোর পর নিজের অবশিষ্ট নামায আদায়ের জন্যে মাসবূকের কখন দাঁড়ানো উচিত?
উ:- ইমাম উভয় দিকে সালাম ফিরানোর পর যখন এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে যে, ইমামের দায়িত্বে কোন সিজদাহ অবশিষ্ট নেই, তখন মাসবূক দাঁড়িয়ে তার নিজের নামায আদায় করবে। (আলমগীরী)
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।