Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়ে শুরু পটিয়ার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

প্রিমিয়ার ফুটবল লিগ থেকে গত মৌসুমে অবনমিত হয়েছিল পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা। এ দলটি এবারের সিজেকেএস-সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লীগে উদ্বোধনী ম্যাচে জয়ের আনন্দবার্তা জানিয়ে দিলেন সবাইকে। গতকাল এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পটিয়া উপজেলা ৩-১ গোলে ফিরিঙ্গীবাজার লাকি স্টার ক্লাবকে হারায়। ম্যাচের শুরু থেকেই মধ্যমাঠ নিয়ন্ত্রণে এনে ১৪ মিনিটে হাসানের দেয়া গোলে এগিয়ে যায় পটিয়া। এরপর ৩৫ ও ৪২ মিনিটে মাসুদ রানা দু’টি গোল করে ব্যবধান বাড়ায়। ৭২ মিনিটে ফিরিঙ্গীবাজারের আবু সৈয়দ একটি গোল পরিশোধ করলেও পরাজয় এড়াতে পারেনি। এরআগে চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদুল কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিডিএফএ’র সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, ফুটবল সম্পাদক মোহাম্মদ ইউসুফসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ