নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের (বিপিএল) পঞ্চম রাউন্ড শেষ করে ষষ্ঠ রাউন্ড শুরুর অপেক্ষায় এই অবস্থা আজ রবিবার মাঠে গড়ালো প্রিমিয়ারে উঠার লড়াই বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিপিএল)। গেল বিপিএলে (দশম আসর) অবনমন হওয়া ফরাশগঞ্জ প্রথম ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে। নবাগত ক্লাব ঢাকা সিটি এফসিকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে বিসিএল মিশন শুরু করেছে ফরাশগঞ্জ।
গতকাল কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া উদ্বোধনী ম্যাচে ৮৯ মিনিটে আরিফ মিয়ার একমাত্র গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ফরাশগঞ্জ। এই ম্যাচে স্বাধীনতা কাপ ও ফেড কাপে বসুন্ধরার হয়ে খেলা কাঞ্চন খেলেছেন ঢাকা সিটির হয়ে। অবশ্য ম্যাচটা হেরে গেছে অধিনায়ক কাঞ্চনের দল ঢাকা সিটি।
১১ টি দল এবার অংশ নিচ্ছে বিসিএলে। এই লিগ থেকে দুটি দল উঠবে প্রিমিয়ারে। অবনমনও হবে সমানসংখ্যক দলের। প্রতিদ্বন্দ্বী দলগুলো হলো- ফরাশগঞ্জ, ঢাকা সিটি এফসি, ওয়ারি, ভিক্টোরিয়া, অগ্রণী ব্যাংক, ইয়ংমেন্স, স্বাধীনতা ক্রীড়া সংঘ, উত্তর বারিধারা, সকার ক্লাব ফেনী, বাংলাদেশ পুলিশ ও টিএন্ডটি ক্লাব মতিঝিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।