Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

জয়ে শুরু চ্যাম্পিয়ন রাজশাহীর

স্ট্যান্ডার্ড ব্যাংক আন্তঃজেলা ভলিবল

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ১৬তম আন্তঃজেলা মহিলা ভলিবলের উদ্বোধনী ম্যাচে কুষ্টিয়া জেলাকে ২-০ সেটে হারিয়ে শুভসূচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাজশাহী জেলা। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামের প্রশিক্ষণ মাঠে দিনের প্রথম ম্যাচে রাজশাহী মহিলা দলের সামনে প্রতিরোধ গড়তে পারেনি কুষ্টিয়া মহিলা দল। গত দুই আসরে রাজশাহী এবার আরো শক্তিশালী দল গঠন করে এসেছে চট্টগ্রামে। তাদের লক্ষ্য এবারও চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক শিরোপা নিজেদের ঘরে তুলবে। সেই স্বপ্নের শুরুটা ভালোই হয়েছে তাদের। প্রতিযোগিতায় স্বাগতিক চট্টগ্রামসহ রাজশাহী, বান্দরবান, কুষ্টিয়া, পাবনা, সাতক্ষীরা, রাজবাড়ী, নড়াইল, কিশোরগঞ্জ, খাগড়াছড়ি, নারায়ণগঞ্জ ও খুলনা জেলা অংশ নিচ্ছে।
এর আগে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও সিজেকেএস’র সভাপতি মেজবাহ উদ্দিন, ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, ফেডারেশনের মহিলা কমিটির চেয়ারম্যান জিন্নাত আরা, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক কামাল মোস্তফা চৌধুরী উপস্থিত ছিলেন।
জেপিএল ক্রিকেট
স্পোর্টস রিপোর্টার : জয়যাত্রা প্রিমিয়ার লিগে (জেপিএল) জিতেছে শাহীন স্কুল, ই-হক, রাজধানী ও ঢাকা টিউটেরিয়াল স্কুল। গতকাল ইন্দিরা রোড ক্রিকেট একাডেমী মাঠে হলি ক্রিসেন্টকে পাঁচ রানে শাহীন স্কুল, মেট্রো পলিটনকে তিন উইকেটে ই-হক স্কুল, অ্যাঞ্জেসকে চার উইকেটে রাজধানী হাইস্কুল এবং মিরপুর বাংলা স্কুলকে ৭৮ রানে হারিয়েছে ঢাকা টিউটেরিয়াল স্কুল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয়ে শুরু চ্যাম্পিয়ন রাজশাহীর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ