নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির ব্যবস্থাপনায় এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় চলমান ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাজে বড় জয় পেয়েছে দৈনিক ইনকিলাব। গতকাল মওলানা ভাসানী হকি স্টোডিয়ামে ইনকিলাব ৪ উইকেটে হারিয়েছে এটিএন বাংলাকে। টস জিতে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারানো এটিএন বাংলাকে ৭০ রানে বেঁধে ফেলে হাসান সোহেলের দল। জবাবে মাত্র ২ উইকেট খুঁইয়ে দুই ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ইনকিলাব। ম্যাচ সেরা হন বিজয়ী দলের অধিনায়ক সোহেল। আজ বেলা সাড়ে ১১টায় দৈনিক নয়াদিগন্তের বিপক্ষে গ্রæপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ইনকিলাব দল।
একই দিন টুর্নামেন্টের প্রথম দল হিসেবে বাংলা নিউজ২৪কে (৪১/৫) হারিয়ে গ্রæপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চ্যানেল আই (১০২/২)। এছাড়া কালেরকন্ঠ ৪৫ রানে দ্য ইন্ডিপেন্ডেকে, আর টিভি ৩২ রানে মানব কন্ঠকে, বণিক বার্তা ৮৬ রানে বৈশাখী টিভিকে হারায়। আর দিনের শেষ খেলায় বিডিনিউজ২৪ডটকম মাঠে না আসায় ওয়াক ওভার পায় মাছরাঙা টিভি। অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচ সেরাদের হাতে ক্রেস্ট তুলে দেন বিসিবির পরিচালক এনায়েত হোসেন সিরাজ, কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের চেয়ারপার্সন নাফিসা কামাল, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনির, ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকীম, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস ও হকি ফেডারেশনের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হাজী মনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সাধারণ সম্পাদক রেজওয়ানুজ্জামান রাজীব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।