Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাপুটে জয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মে, ২০২২, ১২:০২ এএম

এশিয়ান গেমস হকির বাছাই পর্ব জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ জাতীয় দল। গতকাল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছে ইন্দোনেশিয়াকে। ম্যাচের প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায় বাংলাদেশ। ১০ মিনিটে সারোয়ার হোসেন পেনাল্টি কর্নার (পিসি) থেকে এগিয়ে দেন দলকে (১-০)। ২৪ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন পুষ্কর ক্ষিসা মিমো (২-০)। তৃতীয় কোয়ার্টারে খেলায় ফেরার চেষ্টা করে ইন্দোনেশিয়া। ৪০ মিনিটে পিসি থেকে সান্দেরার গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় তারা (১-২)। পরের মিনিটেই ফজলে রাব্বির ফিল্ড গোলে ব্যবধান ৩-১ করে বাংলাদেশ। তবে শেষ কোয়ার্টারে গোলের দেখা পায়নি কোনো দল। ফলে ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন রাসেল মাহমুদ জিমিরা। মাস দেড়েক আগে জাকার্তায় অনুষ্ঠিত এএইচএফ কাপ হকিতে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়েছিল বাংলাদেশ। গোল না করলেও দুর্দান্ত নৈপূণ্য প্রদর্শন করায় ম্যাচ সেরা হন বাংলাদেশ অধিনায়ক রেজাউল করিম বাবু। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাপুটে জয়ে শুরু বাংলাদেশের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ