নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : শহীদ ক্যাপ্টেন মনসুর আলী স্টেডিয়ামে শুরু হয়েছে প্রথম প্রাণ ক্র্যাকো-ডিআরইউ হ্যান্ডবল টুর্নামেন্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র ব্যবস্থাপনায়, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে ও প্রাণ ফুডস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মত আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধোনী দিনে বড় জয়ে নিজেদের মিশন শুরু করে দৈনিক ইনকিলাব। কালবেলাকে ৫-১ গোলে হারায় দেশের শীর্ষস্থানীয় দৈনিকটির হ্যান্ডবল দল। দলের হয়ে একাই ৫টি গোল করেন ম্যাচ সেরা রবিউল ইসলাম। দিনের অন্য ম্যাচে জয় পেয়েছে এটিএন নিউজ, বাংলামেইল, দৈনিক ইত্তেফাক, জিটিভি, যমুনা টিভি ও আরটিভি। এর আগে সকাল ১১টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা এমপি। ডিআরইউ সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহমেদের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমডি রফিকুল ইসলাম (অ্যাসিসটেন্ট অপারেশন ম্যানেজার, প্রাণ ফুডস লি:), মো. রায়হান আহমেদ (অ্যাসিসটেন্ট ব্রান্ড ম্যানেজার, প্রাণ ফুডস লি.) ও হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।