Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে পানির ট্যাংক নির্মাণের সময় মাটি ধসে শ্রমিকের মৃত্যু, আহত ১

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৮, ৪:৪২ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পানির ট্যাংক নির্মাণের সময় মাটি ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক শ্রমিক। শিবগঞ্জ থানার এসআই কামরুজ্জামান চাঁপাই টাইমসকে জানান, বুধবার বেলা সাড়ে ১২টার সময় শিবগঞ্জ পৌর এলাকার দেওয়ান জাইগীর আল-আমিনের বাড়িতে পানির ট্যাংক নির্মাণ করছিল কয়েকজন শ্রমিক। এসময় মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তোফাজ্জুল ইসলাম। তিনি শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুরের মৃত আবু বক্করের ছেলে। এ ঘটনায় আহত হয়ে রাজশাহী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারু মন্ডল। আহত শ্রমিক একই এলাকার শামসুদ্দিন মন্ডলের ছেলে। এদিকে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থল হতে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ